“পদ্মার ঢেউ, নৌকার হাওয়া – মন খুঁজে পায় এক অন্য রঙের ছাওয়া।”
পদ্মা নদীতে নৌকাভ্রমণ মানেই এক ভিন্ন অনুভূতি। বিস্তৃত নদীর বুকে ঢেউ খেলানো পানি, দূরে দিগন্ত ছোঁয়া আকাশ আর মাঝির গানের সুরে ভেসে চলা—সব মিলিয়ে এটি হয় এক অদ্ভুত প্রশান্তির যাত্রা। নৌকার আস্তে আস্তে বয়ে যাওয়া হাওয়ায় যেন ক্লান্তি মিলিয়ে যায়, মনে আসে এক প্রশান্তি। পদ্মার তীরে সূর্যাস্ত দেখা বা চাঁদের আলোয় নদীর বুকে সময় কাটানো—যেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মতো এক অসাধারণ অভিজ্ঞতা। ✅ টি-বাঁধ, রাজশাহী।
No reviews yet. Be the first to review!
প্রয়োজন.কম শুধুমাত্র একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। সেবা বিক্রেতার সাথে সেবা গ্রহীতার শুধুমাত্র পরিচয় করিয়ে দেওয়াই এই প্লাটফর্মের কাজ। তাই যাচাই বাছাই পূর্বক সব ধরনের লেনদেন, বিশেষ করে আর্থিক লেনদেন নিজ দায়িত্বে করবেন। হোম সার্ভিসের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। সন্দেহের সৃষ্টি হলে স্থানীয় প্রশাসন এবং প্রয়োজন.কম কে জানাবেন।